মাকে নিয়ে একটি কবিতা লিখবো বলে-
হতবিহবল হয়ে কত কাল প্রজাপতির ডানায়
‘ম’ বর্ণটির কাল্পনিক স্বপ্ন এঁকেছি
অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছি ভোরের জানালায়
গাছের সবুজ পাতার ক্লোরোফিল ভেদ করে
নিশাচর প্রাণীর মতো হেঁটে চলেছি
নিভৃত নিশীথে।
.
না, ভাবনাক্লান্ত আমি
প্রকম্পিত কলমে একটিও কবিতা লিখতে পারিনি।
.
মাকে নিয়ে একটি কবিতা লিখবো বলে –
হৃদয়ে বর্ণমালার পাহাড় গড়েছি
প্লাকার্ড উড়িয়ে পাখির ডানায়
রাতের ঘন অন্ধকার মাড়িয়ে
ভাষা সিন্ধুকে তন্ন তন্ন করে খুঁজেছি।
.
না, শব্দভ্রান্ত আমি ঝলসানো হৃৎপিন্ডে
একটিও কবিতা লিখতে পারিনি।
…….
মানব অরণ্যে প্রাণের পিরামিড
ত্যাগের ইতিহাসে অমর মহাকাব্যিক মা-কে
বর্ণ প্রত্যাখ্যাত ভাষাপাপী আমি-
কিছু পাথর বর্ণমালায় বাঁধবো কেমন করে!
ঢাকা, বাংলাদেশ
Leave a Reply