রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর পুঠিয়ায় অবৈধ স্থাপনা নির্মানের দায়ে এক ব্যবসায়ীকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোলøাপাড়া হাটে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা তৈরী বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিজিউটিভ ম্যাজিস্টেড রুমানা আফরোজ।
সেসময় অবৈধ স্থাপনা তৈরীর সময় মোলøাপাড়া হাটের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন শিলমাড়িয়া ইউনিয়নের খোকসা গ্রামের আলহাজ্ব গিয়াস উদ্দিনের ছেলে।
পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে ৩ দিনের বিনশ্রম কার দন্ড প্রদান করা হয় এবং অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এছাড়াও উক্ত হাটসহ অন্যান্য সকল হাটের ইতিপূর্বে নির্মিতব্য অবৈধ স্থাপনা সমূহ খুব শীঘ্রই উচ্ছেদ করা হবে এবং অবৈধ স্থাপনা নির্মানকারী সকলকে আইনের আওতায় আনা হবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয়।
এলাকাবাসীর অভিযোগ উপজেলা বানেশ্বর, ঝলমালিয়াসহ বেশ কিছু হাটের প্রায় ৭০ শতাংশ সরকারী জায়গা প্রভাবশালীরা অবৈধ ভাবে দখল করে আধাপাকা স্থাপনা নির্মাণ করে দির্ঘ দিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও অনেকেই অবৈধ দখল করা সরকারী জায়গায় আধাপাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছেন। এতে করে হাটে আগত সাধারণ ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
এপুঠিয়ায় অবৈধ স্থাপনা নির্মানের দায়ে এক ব্যবসায়ীর জেল সব সাধারণ ব্যবসায়ীরা হাটে জায়গা না পেয়ে নিরুপায় হয়ে হাট সংলগ্ন সড়ক, মহাসড়ের দুই পার্শ্বে তাদের জিনিস পত্র বেচাকেনা করে থাকে। এতে অনেক সময় সড়ক ও মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব অবৈধ দখলদারের কাছ থেকে সরকারী জায়গা দখল মুক্ত করার দাবি হাটে আগত খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ এলাকাবাসীর।
Leave a Reply