মাসুম বিল্লাহ জাফর-জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাত অনুমান ৪টার দিকে ৪০ হাজার পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো: ইউসুফ তালুকদার (৭০), আলমাস তালুকদার (৪২), মো: মুসা ঘরামী (৩২) ও সুমন মাঝি (২৭)। এ বিষয়ে কলাপাড়া থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামী বনি আমিন তালুকদার (৩৫) পলাতক রয়েছে। কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী, ওসি মনিরুল, ওসি (তদন্ত) আসাদুর রহমান, এসআই বিপ্লব মিস্ত্রী, এসআই আবুল হোসেন, এএসআই তৌহিদ, এএসআই জামান সহ কলাপাড়া থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত অনুমান ৪টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামের ইউসুফ তালুকদারের বাড়ীতে অভিযান পরিচালনা করে।
এসময় ইউসুফ তালুকদারের কাছ থেকে ৪ হাজার পিচ, তার ছেলে আলমাস তালুকদারের কাছ থেকে ৬ হাজার পিচ ও তাদের কথিত মতে ঘরের মেঝে মাটির নীচ থেকে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবার মূল হোতা ইউসুফ তালুকদারের অপর পুত্র বনি আমিন তালুকদার বাড়ীতে অনুপস্থিত ছিলেন।
পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে শনিবার সকালে কুয়াকাটা মহাসড়কের চাকামইয়া চৌরাস্তা এলাকা থেকে ইউসুফ তালুকদারের জামাই মুসা ঘরামী ও তার সহযোগী সুমন মাঝিকে গ্রেফতার করে পুলিশ। এরা দীর্ঘদিন ধরে কলাপাড়ায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানান ওসি।
ওসি মনিরুল আরও জানান, গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব মিস্ত্রী মামলাটি সুষ্ঠু ভাবে তদন্তের স্বার্থে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন বলে জানান ওসি মনিরুল ইসলাম।
এদিকে শনিবার দুপুরে পুলিশের অভিযানে ৪০ হাজার পিচ ইয়াবা সহ আটক পিতা, পুত্রকে নিয়ে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে প্রেসব্রিফিং করেন পটুয়াখালী পুলিশ সুপার মইনুল ইসলাম। এসময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসংগত, এর আগে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়ক থেকে প্রাইভেট কার, অস্ত্র সহ ৭ লাখ পিচের একটি ইয়াবার চালান সহ দু’জনকে আটক করে র্যাব সদস্যরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৫ লাখ পিচ ইয়াবা ও ট্রলার সহ দু’জনকে গ্রেফতার করে কোষ্ট গার্ড। এছাড়া প্রায় প্রতিদিনই ইয়াবা সহ আটক হচ্ছে কিশোর, যুবক, বৃদ্ধ, কিশোরী ও নারী খুচরা বিক্রেতারা।
Leave a Reply