মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধি :- কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। গত ১৪ অক্টোবর ভ‚মি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিনা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্রমতে ৮ বিভাগ থেকে ৮ জন সংসদ সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন চট্রগ্রাম-১, চট্রগ্রাম বিভাগ। আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-২, সিলেট বিভাগ। মঞ্জুর হোসেন, ফরিদপুর-১, ঢাকা বিভাগ। মো: ফরিদুল হক খান, জামালপুর-২, ময়মনসিংহ বিভাগ, সেলিম আলতাফ, কুষ্টিয়া-৪, খুলনা বিভাগ। রমেশ চন্দ্র সেন, ঠাঁকুরগাঁও-১, রংপুর বিভাগ এবং ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-১, রাজশাহী বিভাগ। অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় বরগুনা সসাংবাদিক এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply