মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধিঃ- বরগুনা জেলার সম্মানিত পুলিশ সুপার মারুফ হোসেন বলেন বরগুনায় জেলায় কোন জায়গায় জুয়া খেলা দেখতে সংগেয় সংগেয় গ্রেফতার নির্দেশে।
অদ্য ০৪/১১/২০১৯ বরগুনা সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবির মোহাম্মদ হোসেন সাহেব এর নেতৃত্বে বরগুনা থানার এসআই/এসআই/ কাজী ওবায়দুল কবির,এএসআই/ মোঃ সোহেল খান এবং থানার অন্যান্য পুলিশ সদস্য কতৃর্ক বরগুনা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা।
থানাধীন ৭নং ঢলুয়া ইউপি এলাকার ইসলামপুর (বান্দরগাছিয়া) সাকিনস্থ মোঃ জহিরুল ইসলাম হাওলাদারের বাড়ীর সামনে ভেরীবাধের বাহিরে রেন্ট্রি বাগানে বিষখালী নদীর পুর্ব পাড়ে আসামী মোঃ ইমরান হোসেন কালু পহলান (৩০) পিতা মোঃ আঃ আজিজ পহলান,মাতা-মাজেদা বেগম,সাং-মাইঠা, (লবনগোলা) ২। মোঃ নুহু মোল্লা(২৫),মোঃ বেলায়েত মোল্লা, মাতা-সেতারা বেগম,সাং-নলী ইটবাড়িয়া, ৭নং ইউপি, উভয় থানা ও জেলা-বরগুনাদ্বকে জুয়া খেলার সামগ্রী এবং টাকা পয়সা গ্রেফতার করা হয়।
Leave a Reply