একজন নেতার থাকবে গুণ
সাহসী হওয়ার গুণ।
নেতা তা ভাববে “
যা জনগন ভাবতে ভয় পায়।
বুকে থাকবে অসীম বিশ্বাস।
যে থাকে সবার আগে।
থাকে সৎ পথে ।
ভয় করে না বিপদ ।
সেই হল নেতা।
মিথ্যার আশ্রয় লাগে না যার ,
নিতে পারে সকল কাজের ভার,
সেই হলো নেতা মোদের
জননেতা হেমায়েত উদ্দিন নাম যার।
Leave a Reply