মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের যাত্রাবাড়ী এলাকা থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ সুলতানা বেগম (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ ।( ৮ই নভেম্বর শুক্রবার ) দিনগত রাত ৯টার দিকে ঐ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয় ।
তুরাগ থানার এস আই শাহিন হোসেন খান জানান, শুক্রবার দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, জানতে পারি তুরাগ থানাধীন যাত্রাবাড়ী এলাকায় সাহিদা ষ্টোরের সামনে ইয়াবার একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এক মহিলা কারবারি । আমরা তৎক্ষণাৎ ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি ।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেষে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হই । পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ মহিলা দৌড়ে পালানোর চেষ্টা করে । এসময় আমাদের মহিলা পুলিশ সদস্য মৌসুমি দৌড়ে গিয়ে ঐ মহিলাকে ঝাপটে ধরে ফেলে ।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত সুলতানা বেগম, গোপালগঞ্জ জেলার, মোকসেদ পুর থানার, কৃষ্ণপুর এলাকার মতিউর রহমানের স্ত্রী । বর্তমানে উত্তরা পশ্চিম থানার ১৪নং সেক্টরের ১৬নং রোডের ৯২নং বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন তুরাগ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ । আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার নং-১১, তাং ৮/১১/২০১৯ইং ।
Leave a Reply