মোল্লা তানিয়া ইসলাম তমাঃ- নানা জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে মৃণাল চৌধুরী সৈকতই টঙ্গী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
গত (৩১শে অক্টোবর ২০১৯ইং) বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয় । এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন ।
এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মৃণাল চৌধুরী সৈকত ও লুৎফুজ্জামান লিটন সমান সমান ভোট পাওয়ায় এই পদটি ড্র ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব মনির উদ্দিন । পরবর্তী এ নিয়ে শুরু হয় নানা ধরনের জল্পনা কল্পনা ।
এরই প্রেক্ষিতে গত ৮/১১/২০১৯ইং শুক্রবার সন্ধ্যায় টঙ্গী থানা প্রেসক্লাবের হলরুমে টঙ্গী থানা প্রেসক্লাবের নির্বাচন কমিশনারের সমন্বয়ে এবং ক্লাবের সকল সাংবাদিকদের সম্মতি ক্রমে দুই প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করার সিদ্ধান্ত হয় । এই সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই লটারির আয়জোন করা হয় ।
এই লটারিতে বিজয়ী সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি, লেখক, সংগঠক, নাট্য ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের নাম ঘোষণা করা হয় ।
Leave a Reply