পলেস্তারা খসে পড়া অট্টালিকা
স্মৃতি ভারে জর্জরিত
হাজার টাকার ঝাড়বাতি
অতীত আলোকিত সন্ধ্যা
দাঁত নখ বের করা বে-আব্রু সম্পর্কগুলো
সিগারেটের ছাই যেমন
এক টোকাতেই ছত্রাকার
ধোঁয়াটে , ক্ষয়িষ্ণু
স্মৃতির দেউড়িতে ঝরা বকুল
মালা গাঁথা শেষ না হতেই
হয় ফুরিয়ে যাবার গল্প
তবু জীবন যায় না থেমে
জীবন জানে জীবনের ধর্ম।
Leave a Reply