মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধিঃ– বরগুনার তালতলীতে জেডিঘাটে পেটে বাচ্চাসহ গরু জবাই করার খবর পাওয়া গেছে এবং তালতলীতে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে। জানা যায়, আজ শনিবার সকালে তালতলী মাছ বাজার সংলগ্ন জেডিঘাটে এ ঘটনা ঘটে।তালতলী মাছ বাজারে দীর্ঘদিন ধরে রব ও সাদ্দাম জেডিঘাটে গরু জবাই করে মাংস বিক্রি করে আসতেছে।প্রতিদিনের ন্যায়ে আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে একটি গাভীন গরু জবাই করে কসাইরা পেটে বাচ্চা দেখতে পায়।
স্থানিয় লোকজন এ ঘটনা দেখে ফেলে।পরে কসাইরা এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বাচ্চা বস্তা ভর্তি করে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে।পরে স্থানিয়রা পুলিশদের খবর দেয় তাৎক্ষনিক পুলিশ এসে ১নং ওয়ার্ড চৌকিদার মো.হাসান এর জিম্মায় রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গরু জবাই করা বাচ্চাসহ মাটিতে পুতেঁ রাখার নির্দেশ দেন।
Leave a Reply