মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধিঃ- নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরগুনায় পরিবহন ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহনের শ্রমিকরা।
বুধবার সকাল থেকেই এ ধর্মঘট শুরু করেন তারা। এতে বরগুনার সহ সকল বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভোর থেকে বরগুনা বাস টার্মিনাল গুলোতে কর্মবিরতি করেছে চালকরা যতক্ষণ এই আইন সংশোধন না করা হবে ততক্ষণে তারা কাজ যোগ দিবেন না বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছগির হাওলাদার বলেন নতুন প্রণীত সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরগুনা সকল পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। এ কারণে বরগুনা অভ্যান্তরীণসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
Leave a Reply