ঘরে ঘরে উৎসব এলো রে
বিয়ের সানাই ঐ বাজলো রে
পাড়ার ঘরে আনন্দ উৎসবে
সবাই সাজবে নতুন পোশাকে
কে কে তোরা যাবি বরযাত্রী
আগে থেকে জানাস সাবিত্রী
হেনা মিনা যুইঁ চামেলী খুশীতে
বন্ধু সবাই তোরা হাততালি দেরে
কনের মাগো হলুদ বাটো
মেহেদী পাতায় ফুল আঁকো
বাটো সুগন্ধি জবা ফুল সই
কনের গায়ে আলতা আতর কই?
রাজার ছেলে আসবে এবার
সঙ্গে নিয়ে হাতি তালোয়ার
ঘোরায় সওয়ার বর রাজপুত্র
দেখে সবাই আনন্দে পড়ে মন্ত্র
ভোজন বিলাসে সবে মাতে
উৎসবের আয়োজনে খুশীতে
পেটভরে মোছে তা দিয়ে খোঁজে
তাকিয়ায় হেলান দিয়ে আয়েশে
সবশেষে রব কনে আয়নায়
মৃদু হাসিতে ঠোঁটের কোনায়
নিজেদের দেখে চোখে চোখে
ভালবাসা বিনিময়ের আত্মবিশ্বাসে-
উৎসব মুখরিত বিয়ে বাড়ীতে
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.