কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। স্কোরকার্ডে ৩৮ রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৫/৫, ওভার-১৮।
স্বাগতিক ভারতের পেসারদের বোলিং আক্রমণে দলীয় ১৫ ও ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। দলীয় ১৭ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে আউট হন মিথুন ও অধিনায়ক মমিনুল। রানের খাতা না খুলে সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিমও। সর্বশেষ দলীয় ৩৮ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রান নিয়ে বোল্ড হন ওপেনার সাদমান ইসলাম।
স্কোরকার্ডঃ
বাংলাদেশ ব্যাটিং- ৫৫ রান/১৮ ওভার
ইমরুল- ৪(১৫), সাদমান- ২৯(৫২), মমিনুল – ০(৭), মিথুন-০(৪), মুশফিক – ০(২), লিটন- ১১*(১৪), মাহমুদউল্লাহ -৫*(১৪)
ভারত (বোলিং)
ইশান্ত- ৬ ওভার/ ৭ রান-১ উইকেট
উমেশ- ৭ ওভার/ ২৯ রান- ৩ উইকেট
শামি- ৫ ওভার/ ১৩ রান- ১ উইকেট
সিডনিনিউজ/আমিন
Leave a Reply