মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধিঃ- কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবদুল মালেক আকনকে সভাপতি ও আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদারকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম আকনের সভাপতিত্বে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, সাবেক উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমূখ।
সম্মেলনের শুরুতে প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে আজ সকালে তাদের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আজ শুভেচ্ছা জানান ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন দলীয় নেতা-কর্মীরা।
Leave a Reply