News Headline :
বোরহানউদ্দিনে গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষ্যে ইউএনও”র সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে কোটি টাকার রাজস্ব আদায় হলেও  উন্নয়ননের রেশ নেই  বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ “এলাকায় আতঙ্ক আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: বিএনপি নেতারাই পালিয়ে যায়।রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক চেয়ারম্যানকে পিটিয়ে জখম। বোরহানউদ্দিনে অবৈধ ট্রাক্টর কেড়ে নিলো আরমানের জীবন বোরহানউদ্দিনে জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ বোরহানউদ্দিনে জমি দখল করতে সরকারি বরাদ্ধে নির্মিত বাজার ও মসজিদের টয়লেট ভেঙ্গে নিচ্ছে সাংবাদিকের কলমই পারে অপরাধীকে দাঁত ভাঙ্গা জবাব দিতে… প্রেসক্লাব সভাপতি অনু
টেন্ডার ছাড়াই বিদেশে আইটি অডিটের কাজ দিল বাংলাদেশ ব্যাংক

টেন্ডার ছাড়াই বিদেশে আইটি অডিটের কাজ দিল বাংলাদেশ ব্যাংক

টেন্ডার ছাড়াই বিদেশে আইটি অডিটের কাজ দিল বাংলাদেশ ব্যাংক

সিডন নিউজ ডেক্সঃ-  প্রযুক্তিগত দুর্বলতা চিহ্নিত করতে আইটি অডিট করছে বাংলাদেশ ব্যাংক। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং (ভিএপিটি) শীর্ষক এ কাজের দায়িত্ব পেয়েছে লিথুনিয়া ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘এনআরডি সাইবার সিকিউরিটি’। তবে আইটি অডিটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কোনোরকম টেন্ডারিং প্রক্রিয়া ছাড়াই বিদেশি কোম্পানিকে সরাসরি বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে।

ইতিমধ্যে এনআরডি সাইবার সিকিউরিটিকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ঝুঁকি নিরূপণের কার্যাদেশ দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই বাংলাদেশ ব্যাংকের আইটি সিস্টেমে নিরাপত্তা দুর্বলতা আছে কিনা সেটি খোঁজার কাজ শুরু করবে এনআরডি সাইবার সিকিউরিটি।

সংশ্লিষ্টরা বলছেন, কোনো রকম টেন্ডারিং প্রক্রিয়া ছাড়া বাংলাদেশ ব্যাংকের মতো দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের আইটি অডিটের কাজটি বিদেশি কোম্পানিকে বরাদ্দ দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এদিকে আইটি অডিটের জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত বিভাগ ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এনআরডি সাইবার সিকিউরিটিকে কাজ দেওয়ার দায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা হচ্ছে আইটি অডিটের বিষয়টি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী করতে হবে। আমরা কেবল তাদের পরামর্শ বাস্তবায়ন করছি।

জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে স্মরণকালের সবচেয়ে আলোচিত হ্যাকিং ঘটনার পর একই বছরের ১৮ জুলাই সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদারে বিশেষ বৈঠক করেন। এতে সরকারের শীর্ষ কয়েকজন প্রতিনিধির পাশাপাশি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে আইটি অডিট করানোর নির্দেশ দিয়ে বলা হয়, আইটি অডিটের বিষয়টি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সক্ষম হলে নিজস্ব জনবলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আইটি অডিট সম্পন্ন করবে।

সেটি সম্ভব না হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি করাতে হবে। দেশে যোগ্য কাউকে পাওয়া না গেলে দেশি এবং বিদেশি প্রতিষ্ঠান যৌথভাবে আইটি অডিটের কাজ করবে।

নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগ আইটি অডিটের প্রয়োজনীয়তা উল্লেখ করে গত বছরের ৯ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন সিস্টেম ব্যবস্থাপক (বর্তমানে নির্বাহী পরিচালক, প্রোগ্রামিং) দেব দুলাল রায় স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের আইটি অডিট করাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়। চিঠিতে যেসব ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয় তার মধ্যে রয়েছে, সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে আর্থিক লেনদেন সংশ্লিষ্ট নতুন সফটওয়্যার ভার্সনের চেক ক্লিয়ারিং সিস্টেম ও ইএফটি সিস্টেম নতুন নেটওয়ার্ক স্থাপনা ব্যবহার করে নতুন নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি নিরূপণ ও তা নিরাময় করা।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে বাইরে থেকে কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক সাইবার আক্রমণ, ম্যালওয়্যার অনুপ্রবেশ, ডিডস আক্রমণসহ অন্যান্য আক্রমণ নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধে সহযোগিতা প্রদান এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা। চিঠিটি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংককে আইসিটি বিভাগের ডাটা সেন্টারের পরিচালক এবং সিএ অপারেশন ও নিরাপত্তা বিভাগের পরিচালক তারেক এম বরকতউল্লাহ স্বাক্ষরিত ফিরতি চিঠিতে বলা হয়, বিসিসির সাইবার নিরাপত্তা টিমের স্পর্শকাতর গুরুত্বপূর্ণ সিস্টেমের ভিএপিটি করার সক্ষমতা ও অভিজ্ঞতা নেই।

এক্ষেত্রে কাজটি এনআরডি সাইবার সিকিউরিটি ও এনআরডি বাংলাদেশ লিমিটেডকে বরাদ্দের পরামর্শ দেওয়া হয়। এরপর কয়েক দফায় উভয় পক্ষের চিঠি চালাচালি শেষে বিসিসির পরামর্শে এনআরডি সাইবার সিকিউরিটিকে আইটি অডিটের জন্য চূড়ান্ত করা হয়।

আইটি অডিটের জন্য এনআরডি ২৫ হাজার ডলার (২১ লাখ টাকা) দাবি করে। তবে নিজেরা দরকষাকষি করে ১৮ হাজার ১৪৫ ডলারে চূড়ান্ত করে এনআরডিকে কার্যাদেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এনআরডি সাইবার সিকিউরিটি ২০১৬ সালে বাংলাদেশের জয়েন্ট স্টকে এনআরডি বাংলাদেশ লিমিটেড নামে নিবন্ধিত হয়; যার প্রায় শতভাগ মালিকানায় রয়েছে নরওয়ে। এছাড়া আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রকল্প ‘বিজিডি ই-গভ সার্ট’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে এনআরডি সাইবার সিকিউরিটি।

অভিযোগ রয়েছে, বিজিডি ই-গভ সার্টের দায়িত্বরত কর্মকর্তা তারেক এম বরকতউল্লাহর আগ্রহে বাংলাদেশ ব্যাংকের আইটি অডিটের কাজটি এনআরডি পেয়েছে। নরওয়ে ও লিথুনিয়ার সাইবার নীতিমালা সম্পর্কে ধারণা পাওয়ার নাম করে গত বছরের ১৬ থেকে ২৪ আগস্ট দেশ দুটি ভ্রমণ করেন সরকারের তিন প্রতিনিধির একটি দল; যাতে তারেক এম বরকতউল্লাহও ছিলেন।

এই সফরের পুরো খরচ বহন করে এনআরডি এএস; যেটি নরওয়ের স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত এনআরডি সাইবার সিকিউরিটির অঙ্গ প্রতিষ্ঠান। আর এই সফরের বদৌলতে আইটি অডিটের কাজটি এনআরডিকে উপহার হিসেবে দেওয়া হয়।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কত টাকায় অডিটটি করানো হচ্ছে এর চেয়ে বড় কথা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা এবং যোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটি করছে কিনা। কেননা এই অডিটের মধ্যে ফাঁক থাকলে বিলিয়ন ডলারও হ্যাকারদের কব্জায় চলে যেতে পারে। দেশীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখন ব্যাংকের আইটি অডিটের কাজ করছে।

টেন্ডার ছাড়াই সরাসরি এনআরডি সাইবার সিকিউরিটিকে কাজ দেওয়ার কথা স্বীকার করে তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘দেশে কোনো যোগ্য প্রতিষ্ঠান নেই। এখানে আইটি অডিটে শুধু এনআরডি কাজ করবে না, আমরাও (বিসিসি) এবং বাংলাদেশ ব্যাংকও সম্পৃক্ত থাকবে। ফলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

সুত্রঃ যুগান্তর, পোষ্ট আর,এম।

Please Share This Post in Your Social Media

25 responses to “টেন্ডার ছাড়াই বিদেশে আইটি অডিটের কাজ দিল বাংলাদেশ ব্যাংক”

  1. I’m writing to make you know what a fabulous encounter my cousin’s girl developed reading yuor web blog. She picked up a good number of details, which included how it is like to possess an ideal teaching heart to make many people just thoroughly grasp a number of impossible subject areas. You undoubtedly exceeded readers’ desires. Thanks for delivering such valuable, healthy, edifying not to mention easy guidance on the topic to Mary.

  2. yeezy gap says:

    I wanted to write you this tiny observation to say thank you yet again for those pretty advice you have documented in this case. It is quite strangely generous of you to provide unhampered what a few people could have distributed for an ebook in order to make some profit on their own, mostly given that you could have done it in the event you decided. The basics as well worked to become a great way to fully grasp that someone else have the same dreams just as my own to learn significantly more on the topic of this condition. I am certain there are several more enjoyable occasions ahead for people who examine your website.

  3. hermes says:

    I happen to be writing to make you understand of the fine experience our child gained visiting your web site. She even learned plenty of pieces, with the inclusion of what it’s like to possess an amazing teaching character to get others clearly comprehend chosen extremely tough things. You undoubtedly surpassed people’s expected results. Thanks for presenting such beneficial, dependable, informative not to mention unique thoughts on the topic to Sandra.

  4. yeezy shoes says:

    My wife and i have been joyous when Albert could complete his homework via the ideas he grabbed out of the web site. It’s not at all simplistic just to be freely giving tips which often men and women may have been selling. We really fully grasp we now have the blog owner to appreciate because of that. The type of explanations you have made, the straightforward web site menu, the relationships you can help foster – it’s many incredible, and it is facilitating our son in addition to our family reason why the theme is enjoyable, and that’s tremendously fundamental. Many thanks for the whole lot!

  5. I would like to convey my passion for your kindness giving support to individuals that need assistance with this important issue. Your special commitment to getting the solution along appeared to be amazingly useful and has regularly allowed associates like me to arrive at their endeavors. Your personal useful publication can mean much to me and especially to my fellow workers. Regards; from each one of us.

  6. I truly wanted to make a brief comment so as to thank you for the precious strategies you are giving out at this website. My time intensive internet investigation has now been rewarded with sensible points to talk about with my pals. I would state that that we site visitors are unquestionably endowed to exist in a good network with very many brilliant people with valuable tactics. I feel very blessed to have used your entire web pages and look forward to tons of more awesome moments reading here. Thank you again for everything.

  7. jordan shoes says:

    I must point out my gratitude for your generosity in support of those people that require help on in this subject. Your special commitment to getting the solution all around was astonishingly beneficial and have all the time helped men and women like me to attain their aims. Your entire helpful hints and tips implies a whole lot a person like me and further more to my office colleagues. Best wishes; from each one of us.

  8. I needed to create you a little note in order to say thanks a lot the moment again for all the pleasant secrets you’ve documented in this case. This is certainly remarkably open-handed of people like you in giving extensively just what some people could have marketed for an ebook to make some cash for themselves, and in particular since you could have done it in case you desired. The suggestions also acted to become fantastic way to recognize that many people have a similar keenness really like my personal own to know the truth very much more when it comes to this condition. I think there are lots of more pleasant moments in the future for many who view your website.

  9. I in addition to my guys have already been analyzing the great tips and hints located on your web page and so unexpectedly developed a terrible suspicion I had not thanked the web blog owner for those strategies. My ladies are already certainly joyful to learn them and have undoubtedly been loving these things. We appreciate you truly being quite considerate as well as for going for some helpful subject areas millions of individuals are really desirous to learn about. My personal sincere apologies for not saying thanks to earlier.

  10. curry shoes says:

    I happen to be writing to let you know what a incredible discovery my friend’s child obtained going through your web site. She discovered numerous issues, most notably how it is like to have an awesome coaching style to have most people completely know precisely a number of complicated matters. You truly exceeded visitors’ expectations. Thank you for coming up with the interesting, healthy, edifying and also unique tips on the topic to Lizeth.

  11. I would like to show my appreciation for your kind-heartedness supporting those who absolutely need help on this particular issue. Your special dedication to passing the message all over became amazingly helpful and have consistently encouraged regular people just like me to arrive at their aims. Your entire insightful report signifies this much to me and extremely more to my office workers. Regards; from everyone of us.

  12. A lot of thanks for each of your hard work on this website. My daughter loves setting aside time for investigations and it’s simple to grasp why. All of us know all relating to the lively medium you produce functional strategies via this web blog and therefore cause contribution from some others on that concern so our favorite simple princess is undoubtedly starting to learn a great deal. Take advantage of the rest of the year. You’re the one doing a stunning job.

  13. Needed to compose you one little bit of note so as to thank you so much the moment again for all the extraordinary thoughts you have documented here. It is pretty open-handed of you giving publicly what exactly a few individuals would have offered for sale as an ebook to end up making some cash for their own end, and in particular since you might have tried it if you decided. These good ideas as well worked to become great way to realize that someone else have a similar zeal like my personal own to know great deal more when considering this problem. Certainly there are numerous more pleasurable sessions up front for people who view your blog post.

  14. I have to show my affection for your kindness giving support to persons that really want assistance with the study. Your special dedication to passing the message up and down came to be certainly important and has continually permitted folks much like me to reach their endeavors. Your entire valuable facts means much a person like me and even more to my office workers. Regards; from each one of us.

  15. Thanks for your whole labor on this web site. My daughter loves making time for investigations and it’s obvious why. Most people hear all regarding the dynamic tactic you convey functional tips through this blog and in addition welcome participation from some others about this subject plus our own child has always been becoming educated a lot. Take advantage of the remaining portion of the year. Your carrying out a useful job.

  16. I intended to draft you a little bit of word to be able to thank you so much again for the lovely views you have shown here. It has been quite tremendously open-handed with people like you giving without restraint just what a lot of people might have advertised as an electronic book to help make some profit for themselves, especially given that you might have done it in the event you desired. These inspiring ideas in addition served to become a easy way to realize that some people have the identical dreams really like my very own to find out significantly more in terms of this condition. Certainly there are lots of more pleasant occasions ahead for people who take a look at your website.

  17. air jordan says:

    My wife and i have been very fulfilled when Ervin managed to complete his investigations from the precious recommendations he came across from your blog. It is now and again perplexing just to possibly be giving for free strategies many others could have been trying to sell. Therefore we recognize we need the writer to give thanks to because of that. The entire illustrations you made, the straightforward blog menu, the friendships you can assist to create – it’s got most powerful, and it is leading our son and our family consider that that content is cool, which is really essential. Many thanks for all the pieces!

  18. supreme says:

    I am glad for commenting to make you know what a notable discovery my cousin’s daughter obtained using your site. She even learned too many things, which included what it’s like to possess an awesome giving mood to have the rest effortlessly comprehend specified complex matters. You actually surpassed readers’ expected results. I appreciate you for imparting those powerful, trustworthy, edifying not to mention cool guidance on your topic to Jane.

  19. paul george says:

    My wife and i got so excited Edward could do his analysis from the precious recommendations he came across while using the web page. It’s not at all simplistic just to be releasing information that many the rest have been making money from. And we all figure out we now have the writer to thank for that. All of the illustrations you’ve made, the easy site navigation, the relationships your site aid to create – it’s got all fantastic, and it’s assisting our son in addition to our family reckon that that subject is awesome, and that’s rather important. Thank you for the whole thing!

  20. fear of god says:

    I simply needed to appreciate you all over again. I’m not certain what I would’ve created in the absence of the actual suggestions shown by you regarding this problem. It has been a very hard case for me personally, but being able to view a expert fashion you processed it made me to leap for happiness. I’m just grateful for your guidance and thus have high hopes you know what a powerful job you were undertaking educating the mediocre ones with the aid of a site. I am sure you have never encountered all of us.

  21. yeezy 380 says:

    I wish to show my gratitude for your generosity giving support to those who have the need for help with the field. Your very own dedication to passing the solution along appeared to be definitely productive and have in every case encouraged professionals just like me to realize their goals. This helpful help and advice means a lot to me and further more to my colleagues. Best wishes; from all of us.

  22. air jordan says:

    My husband and i were very peaceful when John could complete his homework from the precious recommendations he grabbed out of the blog. It is now and again perplexing to just possibly be giving away hints which usually the others have been trying to sell. We really recognize we have you to thank for this. The most important illustrations you’ve made, the straightforward website navigation, the relationships you can give support to promote – it’s got all astonishing, and it is helping our son and us reason why this issue is entertaining, which is unbelievably pressing. Thanks for the whole lot!

  23. golden goose says:

    I as well as my guys were actually reading through the good hints located on your web site and so unexpectedly got a terrible suspicion I never thanked the blog owner for those strategies. My boys happened to be certainly glad to study them and already have in fact been making the most of these things. Thanks for getting well accommodating and for going for certain extraordinary resources millions of individuals are really eager to be informed on. Our own sincere apologies for not saying thanks to earlier.

  24. I needed to draft you that very small remark to finally give thanks once again with the splendid solutions you’ve discussed here. It’s quite surprisingly generous of you to convey without restraint all most of us would have distributed as an ebook to generate some money for their own end, particularly since you could possibly have done it in the event you wanted. Those suggestions additionally served as a good way to comprehend someone else have the same dreams much like mine to see more and more with regards to this condition. I’m sure there are several more enjoyable opportunities in the future for people who scan through your site.

  25. Needed to draft you a tiny remark to help say thanks a lot again for those pleasing advice you’ve documented at this time. It was quite unbelievably generous of you to allow easily all that a lot of folks could possibly have sold for an ebook to end up making some profit for their own end, chiefly considering the fact that you could possibly have tried it in case you desired. The inspiring ideas also worked like a great way to recognize that the rest have the identical passion like my personal own to figure out significantly more when it comes to this issue. I’m certain there are several more fun periods up front for individuals who read carefully your blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 NewsTheme
Desing & Developed BY ServerNeed.com