মাসুম বিল্লাহ জাফর, জেলা প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলাধীন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাতাকাটা গ্রাম। দীর্ঘদিন যাবৎ গ্রামটিতে বেড়িবাঁধ নেই। ফলে এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও জোয়ারের পানিতে বসতঘরসহ গোয়ালঘর পানিতে ডুবে যায়।
এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে বরগুনা জেলা পরিষদ সদস্য ও আমতলী পৌর যুবলীগের সভাপতি এ্যাড. আরিফ-উল হাসানের উদ্যোগে স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম মিয়া সহ গ্রামের লোক নিয়ে এক পরামর্শ বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের।
এ্যাড. আরিফ-উল হাসান (আরিফ) নিজ অর্থায়ন ও নেতৃত্বে শনিবার (২৪ নভেম্বর) ভোরে এলাকার লোকজন ঝুপড়ি ও কোদাল সহ উপস্থিত হয়ে প্রায় ২ দিনের আপ্রাণ চেষ্টায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নং পাতাকাটা গ্রামে স্বেচ্ছাশ্রমে অস্থায়ী বেড়িবাঁধটি নির্মাণ করেন।
জেলা পরিষদের সদস্য ও পৌর যুবলীগের সভাপতি এ্যাড. আরিফ-উল হাসান (আরিফ) জানান সিডনিনিউজ টুয়েন্টি ফোরকে জানান, “বিগত অনেক বছর যাবত বেড়িবাঁধটি না থাকায় এলাকাবাসীর অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই এলাকা বাসীর সহযোগীতা নিয়ে আমার নিজ অর্থায়নে এলাকাবাসী দুর্ভোগের কথা চিন্তা করে আমি জনগন নিয়ে আজ সকালে কাজ শেষ করেছি।”
/সিডনিনিউজ / আমিন
Leave a Reply