মাসুম বিল্লাহ জাফর জেলা প্রতিনিধি::- বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বাদীকে মামলা তুলে নিতে বলার পরও মামলা তুলে না নেয়ায় আসামীরা পরিকল্পিতভাবে বাদী ও তার মাকে মারধর করেছে বল অভিযোগ পাওয়া গেছে।
মারধরে আহত হয়ে বাদী মনি ও তার মা লাইজু বেগম বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সোমবার বিকাল ৫ টার দিকে বরগুনা পৌরসভার কড়ইতলা আশ্রয়নে এ ঘটনা ঘটে।আহত মনি কড়ইতলা আশ্রয়নের মিলনের স্ত্রী এবং তার মা রিপন মৃধার স্ত্রী।
তারা কড়ইতলা আশ্রয়নের ১৯ ও ৬ নাম্বার ব্যারাকের বাসিন্দা।আহত মনি হাসপাতালে আহত অবস্থায় সিডনি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানা,২০১৭ সালের তারই করা একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পূর্ব শত্রুতার জেরে আসামী জাকির ও তার সহযোগী বেল্লাল,বিউটি ও নাজমা তাদের উপর অতর্কিত হামলা চালায়।এ সময় তারা লাঠি দিয়ে আঘাত করে এবং তার মা লাইজু বেগমের মাথা ফেটে আটটি সেলাই লাগে।মামলার সালিশি বেঠক একাধিকবার হলেও তাতে কোন সুরাহা হয়নি বলে জানান মনি।আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা এর বিচার চান।
এ মামলার আসামী জাকির,বেল্লাল,বিউটি ও নাজমার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসেন বলেন,এ ব্যাপারে থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি,তবে অভিযোগ করলে ব্যবস্থা নিব।
Leave a Reply