রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন মেরাজ উদ্দিন মোল্লা সভাপতি,এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা।
আজ রোববার জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজশাহী শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের চুড়ান্ত নাম ঘোষণা করা হয়।
এ কমিটিতে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লায়েব উদ্দিন লাভলু।
এর আগে রোববার সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম অধিবেশন।
এতে আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা এবং জেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তবে কাউন্সিলর ছিলেন ৩৬০ জনের মতো। এবার জেলা আওয়ামী লীগের ২১ জন উপদেষ্টাও কাউন্সিলর হওয়ার সুযোগ পান। বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরজদের উপস্থিতিতে সভাপতি সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সব শেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৬ ডিসেম্বর।
Leave a Reply