বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আব্দুস ছাত্তার (৫৫) প্লাটিনাম পাটকলের শ্রমিক।
সেখানে অবস্থানরত শ্রমিকনেতা এস.এ রশিদ মুঠোফোনে একতা লাইভ অনলাইনকে জানান, গতকাল অনশনরত অবস্থায় আব্দুস ছাত্তার অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা বেশি খারাপ বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, আজ সন্ধ্যায় তার মৃত্যুর খবর শ্রমিকরা জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়েন। এই মূহুর্তে সমাবেশ চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা দেওয়াসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন করছেন সারাদেশে রাষ্ট্রায়াত্ত ১২টি পাটকলের শ্রমিকরা।
Leave a Reply