আব্দুর রহিম হাওলাদার (রাজু):: – ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল মুজিব সৈনিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভোলা জেলা বোরহানউদ্দিন থানার ১০ নং কুতুবা ইউনিয়নের টানা তিন বারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল আহসান (জোবায়েদ মিয়া)।
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল আহসান (জোবায়েদ মিয়া) এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন,’ ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হয়ে অর্জন হয়েছে এই স্বাধীনতা।
কুুুতুবা ইউনিয়নের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল আহসান (জোবায়েদ মিয়া) বিনয়ের সাথে আরো বলেন,’ এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেই মহান বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
Leave a Reply