বিজয় তুমি কোথায় আছো?
কার গলাতে মালা?
বিজয় তোমায় খুঁজে খুঁজে
বাড়ছে চোখের জ্বালা।
বিজয় তুমি কেমন আছো?
কার ঘরেতে বাস?
তুমি বিনে চেয়ে দেখো
রুদ্ধ হচ্ছে শ্বাস!
বিজয় তুমি কতো রক্তের
ঢেউ পেরিয়ে বল?
বিজয়ের ফুল উদ্ধার করেও
মুখ লুকিয়ে চল?
বিজয় তুমি কার আয়েশে
খায়েশ মিটায় চলছো?
ফুটপাতের ঐ ছেঁড়া বিছনায়
ব্যথার আগুন ঢালছো?
বিজয় তোমায় কে চেনালো
লাল সবুজের দেশ?
ঐ বুড়ি মা ক্যান তবে আজ
স্বামীর শোকে শেষ?
বিজয় তুমি স্মৃতিসৌধে
ফুল নেবে কী বলে?
তোমার স্বজন রেখে গেলে
অনাহারীর দলে?
বিজয় তুমি একাত্তরে
করে মুক্তিযুদ্ধ,
বাংলার মাটির পবিত্রতায়
হতে চায়লে শুদ্ধ।
বিজয় তুমি অস্ত্র ধরলে
শত্রু করতে নাশ,
ভাইয়ে ভাইয়ে শত্রু কেনো
বাংলার ঘরে বাস?
স্বাধীনতা দেবে বলেই
ঐকতানে বদ্ধ,
উঁচু নিচু ভেদাভেদ কেনো
হিংসেতে সব জব্দ?
বিজয় তুমি কিসের শপথ
স্বাধীনতার মাঠে?
তোমায় কেনো দেখতে পাই আজ
শপথ ভাঙার ঘাটে?
Leave a Reply