মোল্লা তানিয়া ইসলাম তমাঃ সন্ত্রাস- চাঁদাবাজ ও মাদক মুক্ত পরিবেশ বান্ধব ওয়ার্ডে রূপান্তরিত করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্লা সুরুজ । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।
তিনি বলেন, কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেলে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করবো । বিশেষ করে সন্ত্রাস- চাঁদাবাজ ও মাদক মুক্ত পরিবেশ বান্ধব ওয়ার্ড গড়ে তুলবো ইনশাল্লাহ । এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থায় জোড়ালো ভূমিকা রাখবো।
তার ভাবনা, ‘নগরের শিশুদের জন্য খেলার মাঠ উদ্ধার ও সংস্কার করা । যাতে সড়ক বন্ধ করে শিশুদের খেলতে না হয় । তিনি বলেন, আমি কথায় না কাজে বিশ্বাসী । এলাকার সকলকে নিয়ে কাজ করতে চাই ।
এলাকার তৃণমূল আওয়ামীলীগ নেতা কর্মীদের কাছ থেকে জানা যায়, জনাব নুরুল ইসলাম মোল্লা সুরুজ সাবেক হরিরামপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, হরিরামপুর ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন । তার উপর অর্পিত দায়িত্ব তিনি দক্ষতার সাথে পালন করেছেন ।
তাকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোয়ন দিলে তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন এমনটাই আশাবাদী এলাকাবাসী ।
Leave a Reply