সুস্মিতা স্রাবন্ন তাওহিদা : আজ ৩০ ডিসেম্বর (সোমবার) সিডনিনিউজ২৪ডট কম’র প্রকাশক ও সম্পাদক আব্দুল রহিম হাওলাদার রাজুর জন্মদিন।
সাংবাদিক আব্দুর রহিম হাওলাদার রাজু ৯০ দশকের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন।
২০১২ সালে জনাব সামছুল আলম সম্পাদিত দৈনিক সন্ধাবানী পত্রিকায় যোগদানের মাধ্যমে রাজু হাওলাদারের সাংবাদিকতা পেশার হাতে-খড়ি হয়। তারপর তিনি ২০১৩ সালে তুহিন সরকার সম্পাদিত সাপ্ততাহিক আমাদের অধিকার এর বার্তা সম্পাদক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ – ১৬ সাল পর্যন্ত অধ্যাপক আবুল কালাম আজাদ ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত মাটির বাংলা পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে কর্তব্যরত ছিলেন। ২০১৬ সালে আর টিভির চীফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালনকরেন, বর্তমানে এস এ টিভির ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
২০১৮ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ায় থেকে বাংলা ও ইংরেজী ভাষায় প্রকাশিত সিডনিনিউজ ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নিউজ পোর্টালটি ইতিমধ্যেই দেশে ও প্রবাসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সিডনিনিউজ২৪ ডট কম হচ্ছে অস্ট্রেলিয়ায় থেকে বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় ২৪ অনলাইন নিউজ পোর্টাল।
তিনি ভ্রমন ও সোশ্যাল আড্ডা পছন্দ করেন।
সিডনির নিউজ মিডিয়া পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আব্দুর রহিম হাওলাদার (রাজু)র জন্মদিনের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। পরম করুনাময় মহান আল্লাহ যেন তাঁকে সু-স্বাস্থ্য ও দীর্ঘজীবন দান করেন, লেখার ক্ষমতা বৃদ্ধি করেন এবংইজ্জতের সহিত পরিবার পরিজন বসবাস করার তৌফিক দানকরেন
Leave a Reply