মোল্লা তানিয়া ইসলাম তমাঃ মাদারীপুর জেলার, সদর থানার, ছিলারচর ইউনিয়নের, বারবার নির্বাচতি সফল চয়োরম্যান জনাব মোঃ সাইফুল আলম বাবুল সরদার নিজ ইউনিয়ন সহ দেশবাসীকে ইংরেজী নববর্ষ ২০২০এর শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ।
তিনি বলেন, ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভকামনা ৷ মহান আল্লাহপাক রাব্বুল আল- আমিনের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সকলের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনে ৷
বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক’- এ প্রত্যাশা আমাদের সকলের । নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা ।
সবার জীবনে নতুন বছর অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
তিনি আরো বলেন, আমি প্রিয় ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে। জানিনা কতটা জনকল্যাণমুখী কাজ করতে পেরেছি। তবে আপনারা সাক্ষ্যি যে, আমি বসে থাকিনি প্রানান্তকর চেষ্টা করেছি এবং করে যাচ্ছি । আমি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি যেন মৃত্যুর আগ পর্যন্ত প্রিয় ছিলারচর ইউনিয়ন বাসির সেবা করে যেতে পারি ।
Leave a Reply