ফজিলাতুন্নেসা বাপ্পি এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বাপ্পির শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানানো হয়েছিলো চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে।
গত রবিবার পরীক্ষা-নিরীক্ষা করে মেডিক্যাল কর্তৃপক্ষ ‘এইচ ওয়ান এন ওয়ান’ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্তের ব্যাপারে নিশ্চিত হন। ক্রিটিক্যাল অবস্থার কারণে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নেয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছিলেন।
যুব মহিলা লীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।
Leave a Reply