একই চন্দ্রসূর্য নীল আকাশে
চলে নিয়মে পাল উড়ায়ে
তবু নতুন বছরেরে করি বরণ
উৎসবে আর আনন্দের ক্ষণে
পৃথিবীর আনন্দে সবে মুখুরিত
বিদায়ে পুরনো সাল উনিশ
আজ পরিপক্ক সাবালিকায়
দুইকুড়ি কুঁড়িতে রাঙা পলাশ
নিত্য নতুনের মাঝে সদাই
আমি ঘুরি ফিরি আনন্দে
তাই তো ঘটা করে বাজাই
দোতারা উষ্ণতায় আর উৎসবে
Leave a Reply