টিবি ডিক্সন নামের এই উদ্ভাবকের বাড়ি সারিনা বিচে। তিনি বছরের পর বছর পরিশ্রম করে লিচুর বিভিন্ন জাত উদ্ভাবন করেন। তার সর্বশেষ সফলতা বিচি ছাড়া লিচু।
তিনি জানান, তার এই লিচু খুবই সুস্বাদু। খেতে কিছুটা আনারসের মতো।
টিবি আরও বলেন , এই অর্জনের জন্য তাকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। সফলতার আগ পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন। বিচি ছাড়া লিচু বাণিজ্যিকভাবে ভোক্তাদের কাছে পরিচিতি পাবে বলে আশা তার।
Leave a Reply