শীতের দিনে শীত কাঁপুনি
হাত পা ঝাড়া সব খালি
পরনে নেই শীতের বস্ত্র
জানা নেই শীত বশের অস্ত্র
আমরা গরীব অসহায় মানুষ
কোন মতে দিন মুজুরী করে
আধপেটা খেয়ে হই বেহুঁশ
দয়াকরে যদি দয়াময় হয় খোশ
তবে দিন যায় আনন্দেরে
দেই মা আর ছোট ভাই বোনেরে
মুখে তুলি ক্ষুধার শশ্য দানা
খুশীতে নাচে দু’হাত তুলেরে
হে দয়াময় সহায় হও
আমাদের তরে,অভাগা শিশু
একটু যদি সহ্যের ক্ষমতা
বাড়িযে দাও আর দিবো না
নালিশ তোমার তরে
করবো প্রশংসা মোনাজাতে
দু’হাত তুলে তোমার দরবারে—
রেখেছো যে আমাদের তোমারই-
Leave a Reply