মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকাল ৩টায় ৫৪নং ওয়ার্ডের ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক হাজী মোঃ নূর হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক মেম্বর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুরাগ থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আবুল হোসেন প্রধান, অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ৫৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর পদ প্রার্থী ও সাবেক সফল কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, তুরাগ থানা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক ওসমান গণি সরকার, তুরাগ থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসাইন, ঢাকা মহানগর উওর আওয়ামী যুবলীগ এর সহ সম্পাদক পলাশ মাহমুদ, ধউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার বিশ্বাস, হরিরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিব চরন বিশ্বাস, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, তুরাগ থানা ছাত্রলীগের সহসভাপতি মোঃ সিলন মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ কামাল হোসেন, মোঃ লেহাজ উদ্দিন, মোঃ রমিজ উদ্দিন, মোঃ ওয়াসিম খান সহ আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ।
সভায় প্রধান অতিথি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারিক মেম্বর বলেন, উন্নয়নের মার্কা নৌকা । তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৩১শে জানুয়ারি উত্তর সিটির মেয়র প্রার্থী জনাব আতিকুল ইসলামকে নৌকায় ভোট দিতে হবে । সেই সাথে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদেরকেও ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ।
এ সময় উপস্থিত শত শত ভোটার আওয়ামী সমর্থিত প্রার্থীদের পক্ষে শ্লোগান দেন । তাদের করতালিতে সভাস্থলে বিরাজ করে উৎসবমূখর পরিবেশ।
Leave a Reply