জেলা প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করা হয়ছে।
বৃহম্পতিবার সকালে পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে জাল বিতরণ অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা ও সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সেহেদ আলী মিন্টু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী। অনুষ্ঠানে এনএটিপি ২য় পর্যায়ে প্রকল্পের আওতায় মৎস্যজীবি ও মৎস্য চাষীদের মধ্যে জাল বিতরণ করা হয়।
Leave a Reply