মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানা হেফাজতে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটকিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ এনে, ঢাকার জজ আদালতে নিহত ব্যবসায়ীর স্ত্রী আলো বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ।
এতে আসামী করা হয়েছে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা সহ একই থানার এস আই মিজানুর রহমান, এ এস আই নাজমুল ও মো. সোহাগকে ।
গত বছর বিজয় দিবসের রাতে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ আলমগীর হোসেনকে ইয়াবাসহ আটক করে ।
পরদিন তাকে থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয় । কারাগারে অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সেখানে ১৯ ডিসেম্বর বিকেলে মারা যান ব্যবসায়ী আলমগীর হোসেন ।
এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশনের ‘ক্রাইমসিন’।
ব্যবসায়ীর স্বজনদের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ শান্তর মদদে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে আলমগীরকে থানা হেফাজতে নির্যাতন করা হয়েছে ।
থানার এসআই মিজানুর রহমান ও ওসি তপন চন্দ্র সাহাসহ অন্যরা পরস্পর যোগসাজশে থানা হেফাজতে ব্যাপক মারধর করে আলমগীর হোসেনকে । আর এই মারধরের কারনেই নির্মম ভাবে নিহত হন তিনি ।
এ ব্যাপারে গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে, মামলাটি দায়ের করার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও বৃহস্পতিবার পর্যন্ত কোন আদেশ দেননি । নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা সদরের কালিবাড়ি এলাকায়। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতেন রাজধানীর তুরাগের ফুলবাড়িয়ায় ।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/kz/register?ref=FIHEGIZ8