মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ভোটের মাধ্যমে মাঠে চমক হতে পারেন ।
আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সিটি কর্পোরেশন নির্বাচন । এই নির্বাচনে উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ সোহেল শেখ ।
তিনি গভীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তীক্ষ্ণ মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষন-বিশ্লেষক, মানব দরদী সমাজ কল্যাণকামী, রাজপথের সকল আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, ক্লিন ইমেজের অধিকারী, সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সফল ব্যবসায়ী, কর্মী বান্ধব আলোচনার শীর্ষে থাকা এই নেতাকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে ইতিমধ্যে ব্যাপক ভাবে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন এলাকার প্রভাবশালী একটি রাজনৈতিক মহল সহ গেল নির্বাচনে পরাজিত কয়েক প্রার্থী এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরা ।
নাম প্রকাশ না করার শর্তে, এলাকার প্রভাবশালী এক প্রবীণ রাজনৈতিক নেতা এই প্রতিবেদককে বলেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ সোহেল শেখের বিজয় মাত্র সময়ের ব্যাপার ।
একজন প্রার্থীর পক্ষে ভোটার ও এলাকাবাসীর এত সমর্থন আমার দীর্ঘ রাজনীতির জীবনেও দেখিনি । আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নিশ্চিত বলতে পারি আলহাজ্ব মোঃ সোহেল শেখের বিজয়ের শুধু ঘোষণাটুকো বাকি ।এলাকার সচেতন মহল দাবি করেন, একজন প্রতিভাবান রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ সোহেল শেখ । এলাকার উন্নয়নে তার ভূমিকা অপরিসীম । বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের বাসিন্দাদের অনেক ক্ষোভ । ঢাকা উত্তর সিটিতে নতুন ভাবে যুক্ত হওয়া এই ওয়ার্ডটিতে গত নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও তেমন কোন রকম উন্নয়নের ছোঁয়া লাগেনি । তাই আগামী সিটি নির্বাচনে, হিসেব- নিকেশ করেই ভোটের মাধ্যমে আলহাজ্ব মোঃ সোহেল শেখের মত একজন যোগ্য ব্যক্তিকে কাউন্সিলর নির্বাচিত করবেন বলে ঘোষণা দিয়েছেন এই ওয়ার্ডের ভোটাররা ।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.