বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১৩ই জানুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের কোরিডোরে সামনে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে মো. রুবেল এর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১১৯১১০৩৪ রোল নম্বরধারী ছাত্র মো. নাসির উদ্দিনকে আগামী এক মাসের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রুবেল এর সম্পূর্ণ চিকিৎসা ব্যয় আগামী দশ দিনের মধ্যে প্রদানের নির্দেশ দেয়া হয়।
এছাড়া উক্ত ঘটনায় দুইজনকেই সতর্ক করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারি) বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেলের উপর চড়াও হয়। এসময় তার সঙ্গে অজ্ঞতানামা আরও দুই থেকে তিনজন মারধর করে।
সুত্রঃ mcjnews.
Leave a Reply