টুম্পা রানীঃ- ভিকারুননিসা এলামনাই আগামী ৯ই ফেব্রুয়ারি (রবিবার) সিডনীর এশফিল্ডে মহান একুশে ফেব্রুয়ারি স্মরনে আয়োজিত বইমেলা ও প্রভাতফেরীতে অংশগ্রহন করবে। ঐদিন সকাল সাড়ে আটটায় এলামনাইয়ের সদস্যরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করবে।ভিকারুননিসা এলামনাই’ র সভাপতি ডাঃমাহবুবা খানম মুক্তা ও সাধারন সম্পাদক ডাঃ সুরঞ্জনা জেনিফার রহমান সংগঠনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সকল ভিকারুননিসা এলামনাইবৃন্দকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
Leave a Reply