আব্দুর রহিম হাওলাদার(রাজু):: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আইনের প্রতি সম্মান জানিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি গত কাল ২৪ জানুয়ারি স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানা ৭৫ নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রায় ২ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব নজরুল ইসলাম বাবু , এম.পি. ।
অনুষ্ঠানের নজরুল ইসলাম বাবু বলেন ,আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে লক্ষ্য অর্জনের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। অস্থায়ী ক্যাম্পাস হতে স্থায়ী ক্যাম্পাসে খুব দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, তিনি বলেন সোনারগাঁও ইউনিভার্সিটি এর জাতীয় পর্যায়ের বিভিন্ন অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সোনারগাঁও ইউনিভার্সিটি ১ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজনের অনুমোদন প্রদান করায় শিক্ষা মন্ত্রনালয়ের সংশিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সল্প সময়ের প্রস্তুতিতে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. আবুল বাশার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা, রেজিস্টার এস এম নূরুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আবুল কালাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মোস্তফা হোসেন, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ইকবাল চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রেজাউল করিম, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আহসান হাবিব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা, ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. শামসুল আলম, মানবসম্পদ বিভাগের পরিচালক মো. বেনী আমিন মোল্লা, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. মেজবাউল হোসাইন এবং সহকারী পরিচালক মাসুদুল আলম রিপনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply