মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঘুড়ি প্রতীককে বিজয়ী করেই ৫৪নং ওয়ার্ড বাসী ঘরে ফিরবে বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ৫৪নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ জাহিদুল হাসান ।
তিনি বলেন, নির্বাচনের দিন সকল নেতাকর্মীদের মাঠে থাকতে হবে । কারণ বিভিন্ন অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে । আমরা মাঠে থাকলে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে । আমরা সকলে মিলে ঘুড়ি প্রতীককে বিজয়ী করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ ।
সোমবার (২৭ জানুয়ারি) তার নির্বাচনীর বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা কালে এসব কথা বলেন তিনি । এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকা বাসী তার সাথে অংশ গ্রহণ করেন । এসময় পহেলা ফেব্রুয়ারি সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি ।
তিনি বলেন, ৫৪নং ওয়ার্ডের প্রত্যেকটা নেতাকর্মী নিঃস্বার্থভাবে কাজ করে। কে কি পেল সেটা বড় নয় । আমি এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছি এলাকার উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, যেমনটা আমার বাবা করে গেছেন এবং আজবধি করে যাচ্ছেন ।
৫৪নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ জাহিদুল হাসান ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহণ করে সকলের মন জয় করতে সক্ষম হয়েছেন । তৃনমূল থেকে অদ্যবধি রাজনীতির প্রতিটি গন্ডি অত্যন্ত স্বচ্ছতার সাথে পালন করে এসেছেন ।
গভীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তীক্ষ্ণ মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষন-বিশ্লেষক, মানব দরদী সমাজ কল্যাণকামী এই মহান পুরুষ তার পরিচ্ছন্ন, উদার ধর্ম ও সমাজ চিন্তার আলোকে সমগ্র মানব সমাজের উন্নয়ন ও আধ্যাত্মিকজীবন গঠনের মহান দায়িত্ব নিয়ে পিতা-মাতার প্রতি সন্তানের ভালোবাসার উপর গভীর সাধনায় সাবলীল ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে কাজ করে যাচ্ছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ।
৫৪নং ওয়ার্ড বাসীর উন্নয়নের সোপানে হাজী মোঃ জাহিদুল হাসান এক নিবেদিত প্রাণ । তাই বর্তমান যখন ক্যাসিনো নামক শয়তানের কালো ছায়া অনেক ক্ষমতাসীন ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগ-এমপি-মন্ত্রীদের ধাওয়া করছে তখন হাজী মোঃ জাহিদুল হাসান নির্বিঘ্নে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন সততা ও সাহসীকতার সাথে। কিছু কুচক্রিমহল গনহারে ভাল লোকদের উপর এসব কুর্কীতির বিষয় চাপিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
হাজী মোঃ জাহিদুল হাসান বলেন, প্রকৃত পক্ষে যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, স্বাধীনতায় বিশ্বাস করে তারা এ ধরনের কুকর্মে জড়িত হতে পারে না। ভালোভাবে খোঁজ নিলে দেখা যাবে অন্যায়ের সাথে জড়িত এসব নেতাকর্মী শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামীলীগের লেভাসকে পুজিঁ করে ফায়দা লুটতেই অভিনয় করে আসছে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির মধ্যেই একজন ব্যক্তির প্রকৃত বিজয় হয় ।
তার কথা, নিজের জন্মভূমিকে ভালবাসতে হবে, স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে নিজের বুঝতে হবে অন্যকেও বুঝাতে হবে। হাজী মোঃ জাহিদুল হাসান কতটা সৎ ও শুদ্ধ, সত্য ও সুন্দর, সত্তম ও সমৃদ্ধ তা নির্ভর করে তার চরিত্র কতটা নিস্কলঙ্ক, কতটা অমল-ধবল, অমিতাভ, কতটা ন্যায়-নীতি আদর্শ নিষ্ঠা তার উপর।
অনেক অভিজ্ঞাতায় অর্জিত শিক্ষা পারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে, কথায় ও কাজের অন্বয়ে, সুচিন্তন ও সুচেতার সাজুস্যে, স্নেহ ও প্রেমের সংশ্লেষ্ট-তবেই তার বিকাশ ও প্রকাশ, প্রতিভাস।
হাজী মোঃ জাহিদুল হাসান নির্মল চরিত্র, ফুলেল চরিত্র, নির্ঝর চরিত্র, রুপে অপরুপ রুপস চরিত্র । এই জ্যোতিময় চরিত্র ধারন করে হাজী মোঃ জাহিদুল হাসান বিষ্ময়কর মানবরুপী একটি ভবিষ্যৎ আদর্শিক দৃষ্টান্ত, নিজের জন্য নয় তার কাজ করার প্রতিষ্ঠান ৫৪নং ওয়ার্ড বাসীর মূল সাংস্কৃতির মূল্যবোধকে জাগ্রত করবে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গরিমা, প্রেম-প্রীতি ও পূণ্যতায়। জনাব হাজী মোঃ জাহিদুল হাসান বলেন, আমার জন্মদাতা পিতা হরিরামপুরের সিংহ পুরুষ । হরিরামপুরে ন্যায় প্রতিষ্ঠার প্রতিষ্ঠাতা ।
হরিরামপুর বাসীর আশ্রয়স্থল । হরিরামপুর ইউনিয়নের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান । জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর- মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আবুল হাসিম চেয়ারম্যান সাহেবকে যতবার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমি বিস্মিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। সাধারণ মানুষের সঙ্গে মেশার অসাধারণ ক্ষমতা তাঁর রয়েছে।
বলিষ্ঠ নেতৃত্বের সমার্থক বীর- মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আবুল হাসিম চেয়ারম্যান । সময়ের রাজনীতি, রাজনৈতিক সমতা, বিএনপির অবস্থান, জঙ্গি তৎপরতা, সরকারের সাফল্য, নিজের রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তি ও কর্মজীবনসহ নানা প্রসঙ্গে কথা হয় এই নেতার সঙ্গে ।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে হাজী মোঃ জাহিদুল হাসান বলেন, দেশে এখন কোন রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। এমন শান্তিপূর্ণ অবস্থা চলছে দীর্ঘদিন ধরেই। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান আমরা বদ্ধ পরিকর।
Leave a Reply