টুম্পা রানী – সিডনি অস্ট্রেলীয়াঃ- আয়োজনের পাশাপাশি স্টল বুকিং এর কাজ প্রায় শেষ হয়েছে।
মেলায় চটপটি-পেয়াজু-ঝালমুড়িতে স্টলে স্টলে মেতে উঠবে সিডনির সবাই। বাহারী সব রঙের পোশাকে আসবে তারুন্য, বাজবে ঢোল, সানাই সবাইর হৃদয়ে। ডিজিটাল ডিসপ্লে, লেজার আর শাড়ী-চুড়িতে আবার জমবে মেলা পল কিটিং পার্ক, ব্যাঙ্কসটাউন।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলায় পার্কিং এবং প্রবেশ সম্পুর্ন ফ্রি।
মেলা ৩টা থেকে শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত।
মেলা কমিটির পক্ষ্ থেকে প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যে ফেসবুকে প্রচারণা, সিডনীতে পোষ্টার ও লিফলেট বিতরণ শেষ করা হয়েছে।এই মেলার প্লাটিনাম স্পন্সর হচ্ছে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত পত্রিকা প্রভাত ফেরী, সিডনিনিউজ টুুুুয়েন্টিফোর ডটকম, OHA হোম ডিজাইন, শর্মা কিচেন।
গোল্ড স্পন্সর আরসিএস ল’ফার্ম, এপলো ইন্টারন্যাশনাল, পারিস পেসেন্স ল’ফার্ম, গ্লোবাল একাউন্টিং, লবস্টার টেইলস, স্টার কিডস, স্যাফায়ার স্টেট এজেন্টস, সিগ্নেচার ট্রাভেলস, টেলিঅজ, এমআই এডুকেশন। এছাড়াও অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব, নিউ সাউথ ওয়েলস স্টেট মাল্টিকালচারাল মিনিস্ট্রি ও কেন্টারবুরী কাউন্সিল এই মেলার অন্যতম পৃষ্ঠপোষক।সংবাদ সম্মেলনে সিডনির সংবাদ মাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সব শেষে সবাইকে নৈশ্যভোজে আপ্যায়িত করে সম্মানিত করেন আয়োজক কমিটি।
Leave a Reply