বিনম্র শ্রদ্ধায় নেতাজি আজ তোমার জন্মদিনে
ভারতবাসী ঘরে ঘরে তোমার কথার মন্ত্রজপে
অহিংসার দাবানলে পুড়ে আনলে দেশের অধিকার
আজাদী আনতে লড়েছো বহুত গড়েছো অহংকার
নিজরাজ্য গড়িতে ছিলো তোমার সাম্যে-নীতি
দেশের প্রতি ছিলো তোমার অগাধ প্রেম-প্রীতি
তীক্ষ্ণ বুদ্ধির তারে গেঁথে ছিলে ভারতবাসীকে
আজও তারা গর্বিত মনে স্মরণ করে তোমাকে
তোমার নীতি তোমার দীক্ষা যুগে যুগে বরনীয়
তোমার তরে যুবাবৃদ্ধ সকলেই নতশিরে নমনীয়
তাইতো আজও ঘরে ঘরে তোমার নামে পূজাহয়
তুমি আছ বলে ধমনীতে বাড়ে উচ্ছ্বাস উষ্ণতায়
দার্শনিক তুমি মানবতার ধারক বাহক তুমি
তোমার তরে শত জীবনের আনন্দ পুষ্পাঞ্জলী
Leave a Reply