জোবাইর বিন জিহাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানাস্থ মির্জাপুরে বস্তিতে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৩১ জানুয়ারি সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে ।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়,সূত্রপাত হওয়ায় আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে,শত চেষ্টা করেও নিভাতে পারে নি জন-সাধারণ।তবে পরে ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩শ এর অধিক পরিবারের বসতি ঘর।
উল্লেখ্য, একই বস্তিতে গত ২৪ জানুয়ারি আগুন লেগে পুড়ে যায় অসংখ্য বসতি।
এই বিষয়ে জানার জন্য চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এর নাম্বারে ফোন দিলে সংযোগ দেওয়া সম্ভব হয় নি।পরে চন্দনপুর ফায়ার সার্ভিসের নাম্বারে ফোন দিলে সে বিষয়ে কোন তথ্য দিতে পারে নি চন্দরপুর ফায়ার সার্ভিস।
Leave a Reply