মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা সিটি নির্বাচনে, উত্তর সিটির ৫৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন যুবরাজ ( ঝুড়ি প্রতীক ) কাউন্সিলর পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন ।
তিনি পেয়েছেন ৫ হাজার ৭১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ মোঃ সোহেল শেখ ( টিফিন ক্যারিয়ার প্রতীক ) পেয়েছেন ৪০৩৬ ভোট, হাজী মোঃ জাহিদুল হাসান ( ঘুড়ি প্রতীক ) পেয়েছেন ৯১৩ ভোট, বিএনপি সমর্থিত হারুন অর রশিদ খোকা ( ঠেলা গাড়ী প্রতীক ) পেয়েছেন ৪৫৪ ভোট, জাতীয় পার্টি সমর্থিত মোঃ আলাউদ্দিন আলাল ( ট্র্যাক্টর প্রতীক ) পেয়েছেন ১২৯ ভোট ।
২য় বারের মত পুণরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে জনাব জাহাঙ্গীর হোসেন যুবরাজকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে ।
নির্বাচিত হওয়ার পর তৎক্ষণাৎ জনাব জাহাঙ্গীর হোসেন যুবরাজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই বিজয় আমার না, এই বিজয় সমগ্র উত্তর সিটির ৫৪নং ওয়ার্ড বাসির, এই বিজয় বাংলাদেশ আওয়ামীলীগের ।
আমি মাত্র ৫৪নং ওয়ার্ড বাসির একজন সেবক । আপনারা আমার প্রতি যেই ভালবাসা দেখিয়েছেন, আমি আপনাদের সেই ভালবাসার ঋণ কোনদিন শোধ করতে পারবোনা । তবে আমি যতদিন বাজবো আপনাদের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ । তিনি আরও বলেন, ইনসানুল কামিল তথা মানুষের সেবা আর কল্যাণে অতীত-বর্তমান-ভবিষ্যৎ একই সূচাগ্রে গাঁথা হয়ে আছে এবং থাকবে ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির মধ্যেই একজন ব্যক্তির প্রকৃত বিজয় হয় ।
তার কথা, নিজের জন্মভূমিকে ভালবাসতে হবে, স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে নিজের বুঝতে হবে অন্যকেও বুঝাতে হবে। নির্বাচনে হারজিত থাকবেই, তাই পিছনের সকল ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত কাউন্সিলর জনাব জাহাঙ্গীর হোসেন যুবরাজ
Leave a Reply