মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানী উত্তরায় বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সন্ধ্যায় উত্তরা ১২নং সেক্টরে বাংলাদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি মো: মিন্টু মাতুব্বর সাগর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জসিম উদ্দিন জয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুঁইয়া শফিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোছাঃ রুবি আহম্মেদ, মোঃ মনসুর আলী মণ্ডল, মোঃ মুক্তাদুল ইসলাম সজল, মোঃ মিকাইন হোসেন, মোঃ শামিম আহম্মেদ সুমন, মোঃ ফজলে রাব্বি ভূঁইয়া, মোঃ মাসুম পাটোয়ারী ও মোঃ আওলাদ হোসেন মোল্লা প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জসিম উদ্দিন জয় বলেন, সমাজের সকল বিত্তশালীরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে দিনে দিনে অসহায় মানুষের সংখ্যা কমে যাবে ।
অসহায় মানুষের কল্যাণে কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায় । সমৃদ্ধশালী দেশ গঠনে সরকারের পাশাপাশি বিত্তশালীরা গরীব, নিপীড়িত মানুষকে সাহায্য সহযোগীতায় এগিয়ে আসা উচিত।ঢাকা মহানগর উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি মো: মিন্টু মাতুব্বর সাগর তার বক্তব্যে বলেন,
দেশের বর্তমান উন্নয়ন- অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এদেশ যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে, উন্নয়ন ও অগ্রগতি হয়েছে- সেটাকে ধরে রাখতে হবে। এজন্য শক্তিশালী রাজনৈতিক শক্তি প্রয়োজন, সংগঠন প্রয়োজন। জনমত সৃষ্টি করা প্রয়োজন। তাই সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর চিন্তা- চেতনাগুলোকে সমন্বিত করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে, যেন প্রতি পদক্ষেপে এগিয়ে যাওয়া যায়।
Leave a Reply