জোবাইর বিন জিহাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি::- চট্টগ্রাম জেলার সাতকানিয়াস্থ চরতী ইউনিয়নে বিদ্যুৎ শর্টের আগুনে পুড়ে ছাই এক অসহায় দরিদ্র পরিবার।
৭ ফেব্রুয়ারী জুমাবার ভোর সাড়ে ৫টার সময় চরতি ইউনিয়নের উত্তর তুলাতলিতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার সময় চরতি ইউনিয়নের উত্তর তুলাতলি রাজুরবর বাড়ির আনুমিয়ার ঘরে আগুনের সূত্রপাত হয়।এবং বিদ্যুৎ শর্ট থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলেও জানা যায়।বিদ্যুৎ শর্ট থেকে সৃষ্ট এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় আনু মিয়া নামক এক অসহায় দরিদ্র পরিবারের বসতবাড়ি।তবে পরে সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ফলে আনু মিয়ার বাড়ি ছাড়া অন্য কোন বসতবাড়ি আগুনে পুড়ে নি।
এই বিষয়ে জানার জন্য চরতি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম এর মোবাইলে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।পরে পুনরায় ফোন করা হলে পোগ্রামে থাকায় উক্ত বিষয়ে জানা সম্ভব হয় নি।
Hi Alan,I’m wondering if you can help? I had quite an extensive FC DVD collection a few years ago but sadly it got damaged when the old house got flooded a few years back. I’ve been trying to get back as many titles as I can, but it’s proving difficult. I’m wondering if you, or anyone you might know has a FC DVD collection and would be willing to sell any duplicate copies? Or if you could point me in the direction of anyone who has? Many thanks in advance.Richard.