আমি কোথায় গেলে নিরাপদ…
আমি কেন সুখ নিদ্রায় হয় না বিভোর..
কেন আমার জন্য সজীব হয় না রাঙ্গা ভোর..
কেন আমি রক্তিম আভায় বৈকালিক সূর্যাস্তে ডুবতে পারি না…
জ্যোৎস্নার স্নানে কেন আমি শিহরিত নয়.?
আমারও যে ইচ্ছে করে রঙিন স্বপ্নে নিদ্রা যেতে…
ইচ্ছে করে শিশির ভেজা ভোরের স্নিগ্ধতায় পা ভেজাতে….
নৈসর্গিক বৈকালিক রক্তিম আভার মাঝে লুকোচুরি খেলায় মন মজাতে বড় ইচ্ছে করে…
ঐ যে গোলাকার,,,
ইশ্ কি যে অপরূপ চাঁদটা..
জ্যোৎস্নার স্নিগ্ধস্নানে লুটোপুটি খাবো খুব স্বাদ জাগে…
পারি না,আমি কিছুই পারি না..
আমি যে বন্দি..
মনুষ্যত্বের ঐ হিংস্রদৃষ্টির শৃঙ্খলে।।
আমি কোথায় নিরাপদ?? হারাতে পারি নিশ্চিন্ত কোন্ সে ছায়াপথ?????
Leave a Reply