মোল্লা তানিয়া ইসলাম তমাঃ গাজীপুরের একটি কারখানায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিককে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) সদর থানা পুলিশ । এসময় আটক কৃতদের ব্যবহারিত দু’টি মোটর সাইকেলও জব্দ করা হয় ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরের সালনা মোল্লাপাড়া রেলক্রসিং এলাকার ইউনিভার্সাল এক্সেসরিজ এন্ড প্যাকেজিং নামে একটি কারখানা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- দৈনিক একুশের সংবাদ নামে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দেওয়া সাইফুল ইসলাম (৪৩) ও দৈনিক দিগন্তর নামে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দেওয়া শিমুল সিকদার (৩৫)। আর শহিদ ইসলাম শহিদ নামে তাদের অপর এক সঙ্গী পালিয়ে যায় বলে জানান পুলিশ । আটক ও পলাতকরা গাজীপুরের ভাড়া বাসায় বসবাস করতো । আটক কৃত সাইফুলের বাড়ি ফেনী জেলার, সোনাগাজী উপজেলার চর মোহাম্মদপুরে এবং শিমুলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামে ।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) সদর থানার উপ-পরির্শক (এসআই) জাহিদুর রহমান বাদল ও কারখানার মালিক তাসলিমুল হক কলিন্স জানান, সাংবাদিক পরিচয়ে তিন ব্যক্তি বুধবার কারখানায় এসে কারখানার কাগজপত্র দেখতে চায়। কারখানার বিরুদ্ধে সংবাদ পরিবেশনের হুমকিসহ বিভিন্ন রকম হয়রানির হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা । এসময় কারখানার কর্মীরা তাদের মুঠোফোনের ক্যামেরায় অভিযুক্তদের ভিডিও ধারণ করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। তবে সাইফুল ও শিমুলকে পাকড়াও করে কারখানার শ্রমিক এবং স্থানীয়রা।
এসময় শহিদ ইসলাম শহিদ নামে একজন পালিয়ে যায় বলে জানান কারখানার শ্রমিকরা। পরে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি মোটর সাইকেলসহ ওই দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় । আটকদের কাছ থেকে দু’টি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, কারখানা থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। তবে হয়রানির ভয়ে কেউ মুখ খুলছে না ।
Leave a Reply