সাজেদুর রহমান জাহিদ, নিজস্ব প্রতিবেদক : আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর আওয়ামীলীগের মহাসম্মেলন।
গত ৫বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প দেখছেন না নেতা-কর্মীরা।
জানা গেছে, সাধারন সম্পাদক পদের দৌড়ঝাপে নেতাকর্মী ব্যস্ত থাকলেও সভাপতি পদে এএইচএম কামারুজ্জামান হেনার সুযোগ্য পুত্র ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং রাজশাহী মহানগর আওয়ামলীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকেই ভরসা করেন নেতাকর্মীরা।
সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যেই নেতা কর্মিরা মাঠে নেমে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। লাগিয়েছেন পোস্টার, ব্যানার ফেস্টুনও। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার হত্যাকান্ডের পর দীর্ঘদিন রাজশাহীতে আওয়ামী লীগ প্রানহীন ছিল।
শহীদ এএইচএম কামারুজ্জামানের পুত্র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজনীতিতে যুক্ত হবার পরে তার হাত ধরেই রাজশাহীতে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে উঠেছেন।
এছাড়া রাজশাহী শহরকে নির্মল বাতাস ও সবুজ নগরী হিসেবে সারাবিশ্বে যেমন পরিচিতি এনে দিয়েছেন, তেমনি উন্নয়নের জোয়ারেও রাজশাহীকে এগিয়ে রেখেছেন। এসব কারনেই লিটনকে আবারও সভাপতির আসনে দেখতে চান সাধারণ মানুষ সহ নেতা কর্মিরা।
Leave a Reply