নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় কারওসার আলী (৩০) নামের এক ভূমি অফিসের পিওনকে জেল দিয়েছে ভ্রম্যমান আদালত।
কাওসার আলী পবা উপজেলার ভায়া পালপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। শনিবার দুপুর ১২টার সময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওলিউজ্জান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া ভূমি অফিসের পিওন কাওসার আলী পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের ভবনের পিছন থেকে ইয়াবা টেবলেটসহ কাওসারকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রম্যমান আদালতের মাধ্যমে কাওসার আলীকে ৬ মাসের জেল প্রদান করেন।
Leave a Reply