শাহারিয়ারঃ রাজধানীর বনানীতে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফয়সাল আহমেদ নামের একি শক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই শাহরিয়ার সিডনিনিউজ কে জানান, রাত ৮টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় মোটরসাইকেল আরোহী ঢাবি শিক্ষার্থী ফয়সাল আহমেদকে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ফয়সাল নিহত হন।
ঢাবির সান্ধ্যকালীন শিক্ষার্থী নিহত ফয়সাল বরিশালের পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
I am an investor of gate io, I have consulted a lot of information, I hope to upgrade my investment strategy with a new model. Your article creation ideas have given me a lot of inspiration, but I still have some doubts. I wonder if you can help me? Thanks.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/zh-CN/register-person?ref=W0BCQMF1