নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে ঋণের বোঝা বইতে না পেরে ট্রেনে ঝাপ দিয়ে বাবু (৪০) নামের এক ব্যবসায়ী আতœহত্যা করেছে। নিহত বাবু উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
শুক্রবার ভোরের যে কোন সময়ে বেলপুকুর রেলগেট এলাকায় ট্রেনে ঝাপ দিয়ে সে আত্নহত্যা করতে পারে। পরে সকালে এলাকাবাসী নিহত বাবুর দিখন্ডিত মৃত দেহ দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ জিআরপি পুলিশকে খবর দিলে জিআরপি থাানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত বাবু বানেশ্বর বাজারের টাইলসের ব্যবসা ছিল।
এছাড়াও সে পিয়ারা বাগানের ব্যবসা করত। ব্যবসায়ীক কারণে নিহত বাবু বিভিন্ন ব্যাংক ও এনজিও এবং সুদে মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা ঋণ নেয়। বর্তমানে তার ব্যবসায় মন্দাভাব চলছিল।
একারণে ঋণের বোঝা বইতে না পেয়ে আতœহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারনা। এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আতœহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যপারে জিআরপি ঈশ্বরদী থানায় ইউডি মামলা হয়েছে।
I have read your article carefully and I agree with you very much. So, do you allow me to do this? I want to share your article link to my website: gate io