পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি। পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, বানেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, জনপ্রতিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুঠিয়া পৌরসভার পালোপাড়া ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনকারী এলাকাবাসী। অনুষ্ঠানে ২৫জন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধিগনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।
Leave a Reply