আশ্বিনের এই সকালে
আনন্দের খুশীতে
পূজো পূজো গন্ধে
শাঁখ বাজে ঐ মন্দিরে
নতুন শাড়ী হাতে চুড়ি
লাজে রাঙা বঁধু
সীমান্তে লাল সিঁদুর
হাসির ঝংকারে মধু
আঙিনা ভরা আল্পনায়
দেয়াল রঙে রঙিন
আগমনীর সুর বাজে
হৃদয়ের তরঙ্গে তখন
কাশবন দোলে ফুলে ফুলে
মন উড়ে মেঘে মেঘে
আনন্দ ঝরে অশ্রুজলে
মা আসছে তাই পাল্কিতে
Sidneynews24.com কে অনেক শুভ কামনা জানাই । আমার লেখা “ শাঁখ বাজে ঐ মন্দিরে” প্রকাশ করার জন্য। আমি সত্যি আনন্দিত আপনাদের ভালোবাসায় । আগামীতেও আমার কবিতা/ লেখা কে এই ভাবে ভালোবাসবেন।Sidneynews24.com এর সম্পাদক সাহেব কে অনেক শুভেচ্ছা জানাই । সকল সহযোগীদের প্রতিও রইলো শুভ কামনা।বিশেষ শুভেচ্ছা আবদুর রহিম হাওলাদার কে যিনি আমাকে খবরটা দিয়েছেন।আন্তরিক ভাবে পত্রিকার সার্বিক উন্নতি কামনা করি । শুভেচ্ছা অন্তে —
হাজেরা বেগম☘️
লস এঞ্জেলস ইউ এস এ
24-09-2019/LA