আশ্বিনের এই সকালে
আনন্দের খুশীতে
পূজো পূজো গন্ধে
শাঁখ বাজে ঐ মন্দিরে
নতুন শাড়ী হাতে চুড়ি
লাজে রাঙা বঁধু
সীমান্তে লাল সিঁদুর
হাসির ঝংকারে মধু
আঙিনা ভরা আল্পনায়
দেয়াল রঙে রঙিন
আগমনীর সুর বাজে
হৃদয়ের তরঙ্গে তখন
কাশবন দোলে ফুলে ফুলে
মন উড়ে মেঘে মেঘে
আনন্দ ঝরে অশ্রুজলে
মা আসছে তাই পাল্কিতে
Leave a Reply